প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত মির্জাপুর উচ্চ বিদ্যালয় এর ধারাবাহিক সাফল্যে এলাকাবসীর দাবী ও শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে মৌলভীবাজার জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাবকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।

প্রধান শিক্ষকের বাণী

image-not-found

মানব জাতির সূচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলছে। আর শত সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যাণে সমাজ হিতৈষী ব্যক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হন। এমনিই ভাবেই এলাকার বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ আগামী প্রজন্মকে দক্ষ, যোগ্য, আদর্শ ও সুনাগরিক রূপে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে এলাকাবাসীর সহযোগিতায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন ১ নং মির্জাপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র মির্জাপুরে সু-নিবিড় পরিবেশে মানসম্মত ও আধুনিক বিদ্যাপীঠ হিসাবে ১৯৬৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়। আধুনিক শিক্ষার সমন্বয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি গুনগত ও মানসম্মত শিক্ষাদানে সক্ষম। বর্তমান সরকারের শিক্ষা বিষয়ক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরামর্শে প্রতিষ্ঠানটি দিন দিন তার সফলতা অর্জন করে যাচ্ছে।
অব্যাহত সফলতা অটূট রাখার জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করছি।

সভাপতির বাণী

image-not-found

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের উদ্যোগ প্রতিটি বিদ্যালয়ে ডায়নামিক ওয়েবসাইট তৈরী করা।এরই ধারাবাহিকতায় মির্জাপুর উচ্চ বিদ্যালয় ওয়েব সাইট চালু করেছে।এর মাধ্যমে শিক্ষার্থীরা অতি সহজে তার প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করতে পারবে। বিদ্যালয়ে সুদক্ষ প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক ও এক ঝাঁক তরুণ, মেধাবী শিক্ষক রয়েছেন।সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয় উত্তরোত্তর সফলতা অর্জন করবে এটি আমার প্রত্যাশা।
স্মার্ট বাংলাদেশ নির্মাণে মির্জাপুর উচ্চ বিদ্যালয় ভুমিকা রাখুক।
সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।